Home / সারাদেশ / ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তি প্রার্থী ২ লাখ ৭২ হাজার
dabi

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তি প্রার্থী ২ লাখ ৭২ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ৫ টি ইউনিটে মোট ৭ হাজার ১ শ’২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টায় শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ভর্তি অফিস সূত্রে জানা যায়,চলতি শিক্ষাবর্ষে ক-ইউনিটের ১ হাজার ৭ শ ৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯শ’৭০জন, খ-ইউনিটের ২ হাজার ৩শ ৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২ শ’৫০জন,গ-ইউনিটের ১ হাজার ২শ’৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫শ’ ৩৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬শ’১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬ শ’ ১৪জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১শ’ ৪৪জন আবেদন করেছে।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার,খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার,গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার,ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার,চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯ টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।

প্রসঙ্গত,মঙ্গলবার ৩১ জুলাই ২০১৮ উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ২৯ আগস্ট ২০১৮, বুধবার
এজি

Leave a Reply