চাঁদপুরের খলিসাডুলিতে মঙ্গলবার (৭ আগস্ট) সকালে পুকুরের পানিতে ডুবে ইউসুফ নামের পাঁচ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। চাঁদপুর শহর তলীর বাহের খলিসাডুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের রহমান মিয়ার ছেলে।
নিহতের স্বজন কাউসার গাজী জানায়, মঙ্গলবার সকালে শিশু ইউসুফ খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।
অতপর তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে।
তারা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পিএম ৭ আগস্ট ২০১৮, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur