Home / সারাদেশ / সেপটিক ট্যাঙ্কে পড়ে দু’শ্রমিকের করুণ মৃত্যু
সেপটিক ট্যাঙ্কে পড়ে দু’শ্রমিকের করুণ মৃত্যু

সেপটিক ট্যাঙ্কে পড়ে দু’শ্রমিকের করুণ মৃত্যু

কুমিল্লায় নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংঙ্ক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহত দুই শ্রমিককে উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত দু’শ্রমিকের বাড়ি রংপুর জেলায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর নিহতের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে মারা যাওয়া ইয়াছিন (৩৫) রংপুর জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত ও মৃত অপর ২ জনের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন এর সহকারি পরিচালক মো. ইয়াহিয়া জানান, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ৩ শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাঙ্কি পরিস্কার করতে নামে। এসময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংঙ্কি শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যায়।

গুরুতর অসুস্থ্ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Leave a Reply