Wednesday, April 15, 2015 07:13:34 PM
চাঁদপুর টাইমস ডট কম:
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক্সিকিউটিভ কমিটির প্রধান নাজিম শেঠি আইসিসির সভাপতি হচ্ছেন । চলতি এপ্রিলের শুরুতে আহম মোস্তফা কামাল আইসিসি প্রসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালে পদটি শূন্য হয়ে পড়ে। শেঠি নিজেও এই পদের জন্য আগ্রহ দেখিয়েছেন।
আইসিসির বোর্ড মিটিংয়ে অংশ নিতে এইমুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন নাজিম শেঠি। তিনি এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করেন মোস্তফা কামাল। এর জের ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি কামাল। যদিও আইসিসির সংবিধান অনুযায়ী অস্ট্রেলিয়ার হাতে শিরোপা ট্রফি তুলে দেওয়ার কথা ছিল মোস্তফা কামালের। সেই ক্ষোভ থেকে পরবর্তীতে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান মোস্তফা কামাল।
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur