চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সরকার বাড়িতে গোলাম হোসেন রাজিব (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজিব আ.কাদির সরকারের ছেলে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল ) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে মতলব উত্তর থানার ওসি মো.আনোয়ারুল হক নেতৃত্বাধীন একটি পুলিশ ফোর্স। বুধবার (১১ এপ্রিল ) সে ঘরের আড়ার সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,‘ বুধবার রাতে ঘরে এসে প্রতিদিনের ন্যায় রাত্রি যাপন করে। বৃহস্পতিবার সকালে তার মা ঝুলন্ত লাশ দেখে ডাক-চিৎকার দেয়। এরপর আশ-পাশের লোকজন আসলে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই আবুল কাশেমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে সুরুতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠান।
মতলব উত্তর থানার অফিসান ইনচার্জ মো. আনোয়ারুল হক বলেন, ‘আত্মহত্যাকারী যুবকের বিরুদ্ধে ২ টি মাদক মামলা ও ১ টি নিয়মিত মামলা চলমান আছে। তার মুখ ও পা গামছা দিয়ে বাঁধা ছিল। লাশ পোস্টমর্টেমের জন্যে পাঠনো হয়েছে। রিপোর্ট আসলে আসল সততা জানা যাবে।’
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur