Home / চাঁদপুর / মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও পাগড়ি প্রদান
মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও পাগড়ি প্রদান

মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও পাগড়ি প্রদান

মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ এপ্রিল) সন্ধায় আবহাওয়া অনকুলের কারণে চিশতিয়া জামে মসজিদে কুরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়।

মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজানী মাদ্রাসার মহা-পরিচালক ও পীরসাহেব আলহাজ হযরত মাও. মাহবুবে এলাহী।

মা’আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. নাছির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা খাদিমুল উলূম মাদরাসার শাইখুল হাদিস আলহাজ মাও. মাকসুদুর রহমান, জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম আলহাজ মাও. খাজা আহমদুল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি আমিন উল্লাহ বিন নুরী, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, মাও. মনিরুল ইসলাম, হযরত মাও. আল আমিন, হযরত মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও. মুফতি মানসুর আহমাদ, মাও. মুফতি মাহবুবুর রহমান, মাও. ইয়াসিন রাশেদ সানী, মাও. আনোয়ার আল নোমান, হযরত মাও. বেলাল হোসাইন, মাও. গাজী রফিকুল ইসলাম. হযরত মাও. মাহদী হাসান।

এদিকে মাহফিল শেষে ২০১৮ সালের হেফজ সমাপনী বিদায়ী ছাত্র মো. মাসুম গাজী, মো. আব্দুর রহমান গাজী, মো. রাসেল মাঝি, মো. আব্দুল কাদির হোসেন, মো. মেহরাজ হোসেন, মো. আব্দুল উমায়ের চিশতি. মো. আবু সাইদ, মো. শাহাদাত হোসাইন. মো. আতাউল্লাহ নোমানকে পাগড়ী প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির মধ্যে সার্বিক তত্ত¡াবধায়ন করেন সভাপতি মো. কামরুজ্জামান মিয়া, সদস্য সচিব মো. আব্দুর রহমান পাটওয়ারী মোস্তফা, সদস্য আলাহজ নজরুল আমিন সাজু, ফারুক আহমেদ আখন্দ, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. ফয়সাল আহমেদ শেখ, মো. আনোয়ার হাওলাদার, মো. আজিজুল ইসলাম সবুজ, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন দুলাল, শেখ মো. জয়নাল আবেদীন, মফিজুল ইসলাম প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট