ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের আয়োজনে বুধবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় মতলব পৌরসভার বাইশপুর গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বাইশপুর পল্লী সমাজে সভাপতি হাজেরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা আক্তার বিপ্লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালা চাঁদ দাস অসিত।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মো. তসলিম আহম্মেদ। এ সভায় বাইশপুর পল্লী সমাজের সকল নারী সদস্যবৃন্দ এক বাক্যে বাল্য বিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এর পূর্বে বাল্য বিয়ে বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবেদক- মাহফজু মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur