চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামানের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুনিরা চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মুনির আহমেদ, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।
চেয়ারম্যানগণের মধ্যে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মুনিরুজ্জামান মানিক, খান জাহান আলী কালু পাটওয়ারী, হযরত আলী বেপারি, আব্দুল্লাহ আল মামুন, তাজুল ইসলাম, বিল্লাল হোসেন পাটওয়ারী, সাখাওয়াত হোসেন রনি, ছাওার রাড়ি প্রমুখ।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামান বলেন, ‘ইলিশ চাঁদপুরের সম্পদ। কাজেই ইলিশ রক্ষায় আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। এ জন্যে জনপ্রতিনিধিদের স্থানীয় ভাবে ইলিশ রক্ষার আন্দোলন গড়ে তোলতে হবে। তাহলেই বর্তমানে যে জাটকা রক্ষা অভিযান চলছে তা সফল হবে।’
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur