চাঁদপুরের হাইমচর ৬ষ্ঠ জাতীয় কমডেকা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সোনার বাংলা গড়তে হলে যে সোনার মানুষের প্রয়োজন সেটা তৈরি করছে স্কাউট আন্দোলন।
প্রশিক্ষিত এই স্কাউটরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে তখন এই বাংলা হবে সোনার বাংলা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) ৬ষ্ঠ জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা ২০১৮ এর “সমাপনী অনুষ্ঠান ও মহাতাঁবু জলসা” অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিন এসব কথা বলেন।
“সমাপনী অনুষ্ঠান ও মহাতাঁবু জলসা” অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও সিনিঃ সচিব জনপ্রশাসন মন্ত্রানালয় ড. মো.মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় সচিব ড. মোঃ শাহ কামাল, রেল মন্ত্রানালয় সচিব মোঃ মোফাজ্জল হোসেন, জেলা আ’লীগ সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী,হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়।