শরীয়তপুর থেকে নিখোজ হওয়া মতলবের হামজালা রাকিব (১২) নামক এক মাদ্রাসা ছাত্র নিখোজের ১৫ দিনেও সন্ধান মিলেনি। গত ১৭ মার্চ ভোরে শরীয়তপুর জেলার মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে রাকিব নিখোজ হয়।
সে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের মধ্য বাকরা গ্রামের মোঃ শাহআলম প্রধান ও মাতা ঝর্না বেগমের ছেলে। দীর্ঘ এক বছর যাবত এই মাদ্রাসায় হামজালা রাকিব কোরআনে হাফেজ পড়াশোনা করে আসছেন বলে জানায় তার পরিবার। মাদ্রাসার মোহতামিম মাওলানা সাব্বির বলেন, শুক্রবার ১৭ মার্চ পাশর্^বর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে ওই ছাত্র আর মাদ্রাসায় আসেনি।
ছাত্রের উচ্চতা প্রায় ৪ ফুট গায়ের রং ফর্সা, সে আঞ্চলিক ভাষায় কথা বলে। রাকিবের মা ঝর্না বেগম বলেন, তার সহপাঠী আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে গত ২০ মার্চ শরীয়তপুর সালন থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার নং ৯৪৮। সন্ধান প্রার্থীর মোবাইল নম্বর- ০১৭১৫৯৬১৮২০, ০১৮৮২০৩৬৩১২।
মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur