চাঁদপুর শহরে হতদরিদ্র ও অসহায় শীর্তার্তদের পাশে দাড়িয়েছে দুর্বার তারুণ্য নামের স্বেচ্ছাসেবী সংগঠন। ‘প্রদীপ্ত আলোর শিখা, অসহায় মানুষের পাশে মোরা’ এই শ্লোগানকে সামনে বুধবার (১০ জানুয়ারি) গভীর রাতে সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় মানুষকে খাবার এবং দুই শতাধিক অসহায় মানুষকে শীত বস্ত্র বিতরন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিনিউটি পুলিশের সেক্রেটারি সূফি খায়রুল আলম খোকন, রেলওয়ে কর্মকর্তা মোঃ শাহ জাহান, দুর্বার তারুণ্য সংগঠনের সভাপতি মো, সালাহ উদ্দিন, সহ সভাপতি জি এম মেহেদী হাসান, মো. সোহেল গাজী, মো. আজিজুর রহমান, সাধারন সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান, সদস্য মো. রাছেল হোসাইন, প্রান কৃষ্ণা, মো. শাহাদত হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. নুরুল ইসলাম, কাউছার মিজি, জাহিদ হাসান, রানা, কাদির, ফারুক, তারেক, তানভির, রাছেল, সালমা আক্তার, শাহনাজ আক্তার, রিমি আক্তার প্রমুখ।
প্রসঙ্গত, চাঁদপুরে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় ৫০ জন সদস্য এই সংগঠনটি গড়ে তুলে। তাদের মুল লক্ষ্য হলো মাটি, মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করা।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ