মহানগরীর চকবাজার ডিসি রোড এলাকায় বড় ভাইয়ের টাই নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে তানিয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে এই ঘটনা ঘটে। তানিয়া চট্টগ্রাম উইলস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরু হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, রাতে বাসায় বড় ভাইয়ের টাই নিয়ে খেলার সময় দুর্ঘটনাবসত তানিয়া আক্তারের গলায় ফাঁস লেগে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur