চাঁদপুরের কচুয়ায় দিনে দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হাতে বালা ধরিয়ে দিয়ে ১ লাখ ১৬ হাজার ৩শ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারকচক্র।
সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় কচুয়া পৌর বাজারস্থ ব্যাংক পাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্রীজের উপর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জানাগেছে, কচুয়া উপজেলার উজানী গ্রামের নিবাসী অহিদ মিয়ার স্ত্রী মাকসুদা বেগম তার সৌদি আরব প্রবাসী পুত্র পাঠানো ১লক্ষ ১৬ হাজার ৩শ টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে পলাশপুর ব্রীজ এলাকায় আসলে জনৈক্য এক নারী তার হাত ধরে কেমন আছেন, কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করে হাতে দুটি বালা ধরিয়ে দেয়।
পরে ওই নারী ও অপরিচিত দু’জন যুবক মাকসুদা বেগমের ব্যাগে থাকা টাকা নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষনিক সিসি ক্যামেরায় ভালভাবে ধারণ না হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে মাকসুদা বেগম তার পুত্রের পাঠানো টাকা ছিনতাইকারীদের কবলে হারিয়ে এখন পাগলপ্রায়
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১:৫৭ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur