চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে ১৪৩টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন
স্থানীয় সমাজ সেবক মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফারুক মোল্লার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান সরকার বাচ্চু প্রমুখ।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস, পাথৈর গ্রামে ব্রীজ উদ্বোধন, মৃদঙ্গ শিল্পকলা একাডেমীর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১: ৫৮ পিএম, ০৮ সেপ্টেম্বর, ২০১৭ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur