Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরের একজনসহ নিউজিল্যান্ডে ৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন
Janaja

চাঁদপুরের একজনসহ নিউজিল্যান্ডে ৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় নিহত তিন বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। বাকি দুজনের জানাজা জুমার নামাজের পর হওয়ার কথা রয়েছে।

ওমর ফারুক, চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিম ও জাকারিয়া ভুঁইয়ার জানাজা শেষ হয়েছে। এই তিন জনের লাশ দেশে নিয়ে যাওয়া হবে। বাকি দুজনের জানাজা জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে।

তারপর তাদের নিউজিল্যান্ডেই দাফন করা হবে।ওই দুজন হলেন ড. আবদুস সামাদ ও হোসনে আরা।

আরও পড়ুন… ২০ লাখ টাকা ঋণে নিউজিল্যান্ডে পাড়ি জমান মতলবের মোজাম্মেল সেলিম

জুমার নামাজের পর ক্রাইস্টচার্চে গণজানাজা হবে। এরপর ড. আবদুস সামাদ ও হোসনে আরাকে নিউজিল্যান্ডেই দাফন করা হবে। নিহত অপর ৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

প্রসঙ্গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন। কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্ট এ হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে পাকিস্তানের নাগরিক রয়েছেন ৯ জন এবং বাংলাদেশের ৫ জন।

আরও পড়ুন… নিউজিল্যান্ডে নিহত মতলবের মোজাম্মেলের বাড়িতে শোকের মাতম

বার্তা কক্ষ
২২ মার্চ,২০১৯