চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষণার্থীদের অভিভাবক সমাবেশ ও নৃত্যানুষ্ঠান শুক্রবার (২২ ফেব্রুয়ারি) একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলার কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং নাট্য প্রশিক্ষক সাংবাদিক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পকলার নির্বাহী সদস্য রূপালী চম্পক,শহীদ পাটোয়ারী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, প্রশিক্ষক শংকর আচার্যী,অনিতা কর্মকার,মৃণাল সরকার, পরিমল দাশ নুপূর, শ্যামল,আব্দুল খালেক,সোমা দত্ত।
এছাড়াও অভিবাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মুর্তুজা চৌধুরী,লুৎফুর নাহার,ফাতেমা বেগম প্রমূখ। পরে বার্ষিক পরীক্ষায় যারা প্রথম হয়েছে তাদেরকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যেদিয়ে শেষ হয় অভিভাবক সমাবেশ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur