Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় দুই দফায় আরো ৮৬ জনের করোনা শনাক্ত
৮৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় দুই দফায় আরো ৮৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় দুই দফায় আরো ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩২জন, শাহরাস্তির ১৬জন, মতলব দক্ষিণের ১৩জন, হাজীগঞ্জের ৯জন, ফরিদগঞ্জের ৮জন, হাইমচরের ৭জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন।

নতুন শনাক্তকৃতদের মধ্যে ইতিপূর্বে উপসর্গে মৃত শাহরাস্তির মজিবুল হক (৬০)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮৭জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৬জন। সূত্র জানায় মঙ্গলবার একদিনে দুই দফায় ১৪৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮৬টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৬১টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১৮৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৭১জন, মতলব দক্ষিণে ১৩৮জন, ফরিদগঞ্জে ১২৯জন, শাহরাস্তিতে ১২৫জন, হাজীগঞ্জে ১১৪জন, হাইমচরে ৮৬জন, মতলব উত্তরে ৭৪জন ও কচুয়ায় ৫০জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেন্ট, ৭ জুলাই ২০২০