Home / চাঁদপুর / চাঁদপুর জেলায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত
corona-test
ফাইল ছবি

চাঁদপুর জেলায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ৩৭জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে, অর্থ্যাৎ তারা করোনায় আক্রান্ত। ৯ জুলাই বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায় এ দিন ১০৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৭১টি নেগেটিভ।

এর মধ্যে ফরিদগঞ্জের ১৫জন, চাঁদপুর সদরের ৯জন, হাইমচরের ৪জন, মতলব দক্ষিণের ৪জন, মতলব উত্তরের ৩জন, হাজীগঞ্জের ২জন, রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৩১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৮১জন, মতলব দক্ষিণে ১৪২জন, ফরিদগঞ্জে ১৪৪জন, শাহরাস্তিতে ১২৮জন, হাজীগঞ্জে ১১৮জন, হাইমচরে ৯০জন, মতলব উত্তরে ৭৭জন ও কচুয়ায় ৫১জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেন্ট, ৯ জুলাই ২০২০