Home / জাতীয় / রাজনীতি / ২৭ শর্তে এক সমাবেশের অনুমতি দিলো ডিএমপি!
২৭ শর্তে সমাবেশের অনুমতি

২৭ শর্তে এক সমাবেশের অনুমতি দিলো ডিএমপি!

ডিএমপির উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান ৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তিনি জানান, ‘৮ নভেম্বর বিএনপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। ২৭টি শর্তে তাদের অনুমতি দেয়া হয়েছে।’

এর আগে, ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সাড়া পায়নি দলটি। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ৮ নভেম্বর এই সমাবেশের অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। সোমবার ৯ নভেম্বর হলেও সমাবেশের অনুমতি দেওয়ার আহবান জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয় বিএনপি। এদিকে সকাল থেকে বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এ অবস্থায় সেখানে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (১৩ নভেম্বর) সমাবেশ করতে চাই’।(প্রিয়.কম)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:২০ পি,এম ০৮ নভেম্বর ২০১৬,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply