শুক্রবার (১২ জুলাই) চাঁদপুর শহরসহ জেলার সকল উপজেলায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চাঁদপুর শহরে যে গ্রিড থেকে বিদ্যুৎ বিতরণ করা হয় তাতে কিছু কারিগরি কাজ করা হবে। তাই উল্লেখিত সময়ে বিদ্যুৎ থাকবে না।
এ বিষয়ে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চাঁদপুর টাইমসকে জানানম, শুক্রবার সকাল ৭ টা থেকে গ্রিডে কাজ করা হবে। কাজ শেষ হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখতে হবে। সে হিসেবে শহরে শুক্রবার বিদ্যুৎ থাকছে না। বিষয়টি আমরা পৌর মাইকিং করে জানিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে বিজ্ঞপ্তিতে ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার সময় নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
এ কাজে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১১ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur