Home / চাঁদপুর / ফণীর প্রভাবে ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
rain weather
প্রতীকী ছবি

ফণীর প্রভাবে ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে শুক্রবার (৩ মে) সকাল থেকে  গুঁড়ি গুঁড়ি, ঝিরিঝিরি, রিমঝিম নানা ভঙ্গিমায় চাঁদপুরসহ দেশজুড়ে ছিলেঅ মাঝারি বাতাস ও বৃষ্টি।   শনিবার (৪ মে) ভোররাতে চূড়ান্তভাবে ফণির আক্রমণে ব্যাপক ঝড় ও বৃষ্টি হয়েছে। সকালেও তা চলছে থেমে থেমে।২৪ ঘণ্টার সারাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চল চাঁদপুরে ঝড়ের চেয়েও বৃষ্টিপাত ছিলো অনেক।

চাঁদপুর আবহাওয়া বিভাগের রেকর্ড  অনুযায়ী  তা ছিলো ১২৭ মিলিমিটার। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চবৃষ্টি ও মেঘের ঢাকা আকাশের জন্য তাপমাত্রাও বেশ কমে এসেছে। দেশের অধিকাংশ এলাকায়ই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুরে বর্তমান তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

এদিকে আবহাওয়া বিভাগ বলছে ‘ফণী’ অনেকটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্ন চাপটির প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেক স্থানে  অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি  ও বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে।

নদীবন্দর হিসেবে চাঁদপুরে ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।  গভীর নিম্নচাপটির প্রভাবে  শনিবার (৪ মে) রাত ১ টা পর্যন্ত  যে কোনো সময়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উপকূলীয় অঞ্চলসমূহকে ২নং নৌ-হুঁশিয়ারী সংকেত দেখতে বলা হয়েছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বুলেটিনে বলা হয় অমাবস্যা  ও বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

সাগরে সকল মাছ ধরার নৌকা ও টধলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

চাঁদপুর আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. সোয়েব চাঁদপুর টাইমসকে জানান, ‘ফণীর প্রভাবে দমকা হাওয়ার পাশাপাশি কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। গেলো ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে হয়েছে। আবহাওয়া রেকর্ড অনুযায়ী তা হলো ১২৭ মিলিমিটার।’

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
৪ মে ২০১৯