Home / চাঁদপুর / ২১ আগস্টেরও পূর্ণ বিচার আওয়ামী লীগের আমলেই হবে : শিক্ষামন্ত্রী
আগস্টেরও

২১ আগস্টেরও পূর্ণ বিচার আওয়ামী লীগের আমলেই হবে : শিক্ষামন্ত্রী

গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটওয়ারীসহ ২৪জন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর পৌর আওয়ামীলীগ।

রোববার ২১ আগস্ট বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যে বলেন, বিএন‌পি জামা‌য়াতের প্রত‌্যক্ষ মদ‌দে ২১ আগস্ট ‌গ্রেনেড হামলা চালা‌নো হয়ে‌ছিল।

পচাঁত্ত‌রে বঙ্গবন্ধু‌কে হত‌্যার পর শেখ হা‌সিনাকে হত‌্যা ক‌রে অসমাপ্ত কাজ‌টি কর‌তে চে‌য়ে‌ছিল  ঘাতকচক্র। ২১ আগ‌স্টের ষরযন্ত্রকারী সকলের বিচারের দাবী জানা‌চ্ছি। শেখ হা‌সিনা রাষ্ট্র প‌রিচালনার দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন ব‌লেই‌ বঙ্গবন্ধু হত‌্যার বিচার, যদ্ধাপররাধী‌দের বিচার হ‌য়ে‌ছে। ২১ আগ‌ষ্টেরও পূর্ণ বিচার আওয়ামী লী‌গের আম‌লেই হ‌বে ব‌লে আমার বিশ্বাস।

পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আ‌মিনুর রহমান বাবু‌লের সভাপ‌তি‌ত্বে ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যা‌ড. মু‌জিবুর রহমান ভূঁইয়া,  তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ‌্যা‌ড. রন‌জিৎ রায় চৌধুরী, কৃ‌ষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভূ‌মিক, উপ প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভা‌নেত্রী মাসুদা নূর খান,‌ জেলা আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা সালাউ‌দ্দিন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সদস্য ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামীলীগ সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু, মোজাহের হোসেন টিপু, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগ আহ্বায়ক ও কাউন্সিলর আবদুল মালেক শেখ, সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন,
পৌর ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন।

বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর, তারেক রহমান, হারেস চৌধুরীসহ বিএনপি জামায়াত শেখ হাসিনাসহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ কে হত্যা করার জন্য নিল নকশা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা প্রানে বেঁচে যায়। তবে সেদিন ২৪ জন মানুষকে হত্যা করা হয়েছিল।

এর মধ্যে চাঁদপুর হাইমচর উপজেলার সেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটওয়ারী নিহত হয়। 

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ আগস্ট ২০২২