Home / শীর্ষ সংবাদ / ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে : ত্রাণ মন্ত্রী
maya.....

২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে : ত্রাণ মন্ত্রী

২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ। এটি এখন শ্লোগান নয় বাস্তবতা। আমরা সে বাস্তবতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। সরকারের উন্নয়নের এ ধারবাহিকতা রক্ষা করতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। মতলব উত্তরে একসাথে ৫০ কি.মি. বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে ৪ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকা। এর মাধ্যমে মতলব উত্তরের ৯০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো হল।’

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীমায়া,বীরবিক্রম, এমপি বৃহস্পতিবার (৯ নভেম্বর ) তাঁর নিজ সংসদীয় এলাকার মতলব উত্তরে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতের নব-নির্মিত এ দীর্ঘ লাইন উদ্বোধন কালে এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী বলেন, ‘ বিদ্যুতায়নের ফলে মতলব উত্তরের চারপাশের নদীকে কেন্দ্র করে কল-কারখানা গড়ে উঠবে। এর ফলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে,অর্থনীতি গতিশীল হবে। বিদ্যুতের সুবিধা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে মতলবের প্রতিষ্ঠিত শিল্প মালিকদের নিজ এলাকায় শিল্প কারখানা স্থাপনের অনুরোধ করেন । এর জন্যে প্রয়োজনীয় ভূমি বন্দোবস্তের আশ্বাস দেন তিনি।

ত্রাণ মন্ত্রী আরো বলেন ,‘ বিদ্যুতায়নের ফলে সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থীরা। তাদের শিখন-ঘন্টা বেড়ে যাবে। বিদ্যুৎকে উৎপাদনশীলতায় কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অগ্রগতি সাধনের মাধ্যমে দেশের অর্থনীতি প্রসারের ওপর মায়া চৌধুরী গুরুত্বারোপ করেন। বিদ্যুৎকে সকল উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করে এর অপচয় রোধ তথা ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।’

এ সংযোগ লাইন চালুর মাধ্যমে মতলব উত্তরে লাইন পর্যায়ে সকল লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হল। বর্তমানে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে থাকা অবশিষ্ট গ্রাহকদের তালিকা করা হচ্ছে। অতি দ্রুত তাদের বিদ্যুৎ সংযোগ দিয়ে উপজেলাকে শত ভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ বিতরণ কর্র্তৃপক্ষ।

এ উপলক্ষে মতলব উত্তরের মোহনপুরে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, বক্তব্য রাখেন।

এসময় উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি স্বর্ণপদক প্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ উদ্দিন খান,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মো. আবুল কালাম, আ’লীগ নেতা মো. বোরহান উদ্দিন মিয়া, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ষাটনল ইাউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, গজরা ইউপি চেয়ারম্যান মো. হানিফ দর্জি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আ. ছোবান সরকার সুভা,ফতেপুর পূব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, চেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব উত্তরের স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,সদস্য সচিব অ্যাড,আক্তারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছাত্রলীগের সদস্য মো. আমিন, খোরশেদ আলম ও অলিউল্যাহ প্রধান প্রমুখ।
প্রতিবেদক :খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ১০ নভেম্বর ২০১৭ ,শুক্রবার
এজি

Leave a Reply