Home / চাঁদপুর / পুলিশ ও জনতা মিলে মানুষের কল্যাণে কাজ করবো : চাঁদপুরে আইজিপি
igp
Hisilicon Balong

পুলিশ ও জনতা মিলে মানুষের কল্যাণে কাজ করবো : চাঁদপুরে আইজিপি

চাঁদপুর জেলা পুলিশ লাইনসে নতুন আঙ্গিকে নির্মাণাধীন মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও পুলিশ লাইনেসে দৃষ্টিনন্দন নব-নির্মিত ফটক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন,‘আমরা পুলিশ ও জনতা মিলে মানুষের কল্যাণে কাজ কর। শুধু মাত্র চাঁদপুর নয় সমগ্র বাংলাদেশের পুলিশ জনতা এক হয়ে দেশ ও জনতার সার্বিক কল্যাণ, জয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ২ দিনের সফরে চাঁদপুরে এসে উৎসব মুখর আয়োজনর তিনি এ উদ্বোধন কালে এ কথা বলেন।।

এছাড়াও আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা,চাঁদপুরের সাবেক সুযোগ্য পুলিশ সুপার ও বর্তমান পুলিশের মহাপরিদর্শক তার বক্তব্যে আরো বলেন,‘ চাঁদপুর পুলিশ লাইনসে এতো চমৎকার ও দৃষ্টিনন্দন ফটক ও মসজিদ করা হয়েছে যা দেশের অনেক জেলাতে নেই। এতে আমি সত্যিই অানন্দিত হয়েছি। আর এজন্যে চাঁদপুর পৌরসভারর মেয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাচ্ছি।’

প্রসঙ্গত, আইজিপি’র আগমনে ২ দিনব্যাপি চাঁদপুরে ব্যাপক কর্মসূচিত গ্রহণ করা হয়েছে। এসব কমসূচির মধ্যে রয়েছে আজ (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় পুলিশ লাইনসে পুলিশের প্যারেড পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরের দিন শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ সমন্বয়ে র‌্যালি,সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ, দুপুর ২.৩০ মিনিটে চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্বোধন, বিকেলে ৩ টায় পুরাণ বাজার মধূসূদন হাইস্কুল মাঠে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল খেলার উদ্বোধন করবেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম,১০ নভেম্বর,২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply