Home / ইসলাম / ১৭৯ দিনে কুরআন মুখস্থ করল ৯ বছরের নুজহাত
১৭৯ দিনে কুরআন মুখস্থ করল ৯ বছরের নুজহাত

১৭৯ দিনে কুরআন মুখস্থ করল ৯ বছরের নুজহাত

রাজধানী ঢাকার মুগদা ঝিলপাড় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার ছাত্রী ৯ বছরের কিশোরী শেখ কুররাতুল আইন নুজহাত ১৭৯ দিনে পবিত্র কুরআনুল কারিম হিফজের সৌভাগ্য অর্জন করে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন।

কুরআন হিফজ শুরুর আগে নুজহাত মাত্র ১ বছরে নাজেরা আতস্থ করে। নাজেরা শেষ করার পর ৬ মাস পূর্ণ হওয়ার ১ দিন বাকী থাকতেই নুজহাত হিফজ সম্পন্ন করেন।

প্রথম দিকে নুজহাত ২ পৃষ্ঠা করে হিফজের সবক আদায় করলেও শেষ দিকে এসে সে প্রতিদিন ৭/৮ পৃষ্ঠা সবক শুনাতে সক্ষম হয়। এটা রাব্বে কারিমের একান্ত অনুগ্রহ।

সিলেট বিভাগের হবিগঞ্জের অধিবাসী শিক্ষক পিতা শেখ মিজানুর রহমানের ২ ছেলে ১ মেয়ের মধ্যে শেখ কুররাতুল আইন নুজহাত দ্বিতীয়। সে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায়ও অংশগ্রহণ করবে।

আল্লাহ তাআলা কুরআনের এ ক্ষুদে হাফেজ শেখ কুররাতুল আইন নুজহাতকে ইসলাম ও দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আমিন। (জাগো নিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ এ.এম, ২৯ জানুয়ারি ২০১৮,সোমবার
এএস