Home / জাতীয় / হাসিনার নেতৃত্বে গণজাগরণ চান ওবায়দুল কাদের
Obaydul Kader
ফাইল ছবি

হাসিনার নেতৃত্বে গণজাগরণ চান ওবায়দুল কাদের

মহাখালী বাস টার্মিনালে ঢাকা-সিলেট রুটে চলাচলের জন্য আরামদায়ক এবং অভিজাত বাস সার্ভিস শনিবার (৩০ জুলাই) বিকেলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদীরা অর্থ, অস্ত্র এবং সাংগঠনিক দিক দিয়ে ভয়ঙ্কর অবস্থান তৈরি করেছে ইতোমধ্যে। এদের রুখতে খণ্ড খণ্ড দুর্বল ও নিরীহ মানববন্ধন করে লাভ হবে না। উগ্রবাদীদের অবস্থানে ফাটল ধরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবল গণজাগরণ সৃষ্টি করতে হবে।’

পরিবহন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সময়ের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় বড় সেতু, মহাসড়ক চার লেনে উন্নীত করে, মেট্রোরেল, উড়াল সড়ক, উড়ালসেতু নির্মাণ করে যানজট কোনো যাবে না। যতক্ষণ পর্যন্ত ঢাকা মহানগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য ফিরিয়ে দেয়া না হবে এবং ছোট আকারের পরিবহন নিয়ন্ত্রণ করা না যাবে ততক্ষণ অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা বর্তমানের চেয়ে অর্ধেকে নামিয়ে আনতে সরকারের টার্গেট অর্জনে পরিবহন মালিক-শ্রমিকসহ সকল অংশীদারদের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করতে হবে।’

এ সময় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তার ভিত্তিতে বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে।’

নৌ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ কমে আসছে। মন্ত্রণালয়ের গৃহিত পদক্ষেপের ফলে ২০১৬ সালে বড় কোনো নৌ দুর্ঘটনা ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন নৌমন্ত্রী।

অনুষ্ঠানে এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী এনা পরিবহনের কোরিয়া হতে আমদানিকৃত শীতাতপ নিয়ন্ত্রিত ৬টি বাস ঢাকা-সিলেট রুটে যাত্রী পরিবহনের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৮:৩৬ পিএম,৩০ জুলাই ২০১৬,শনিবার
এইউ

Leave a Reply