Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় তুচ্ছ ঘটনায় হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৩
হামলায়

কচুয়ায় তুচ্ছ ঘটনায় হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৩

কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে(উত্তর পাড়া হাজী বাড়ি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৩জনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলো- বুধুন্ডা গ্রামের আব্দুল্লাহর ৭মাসের অন্ত:সত্তা স্ত্রী আমেনা বেগম,আব্দুর রশিদের ছেলে মনির হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগম। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে হামলার শিকার আমেনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমেনা বেগমের স্বামী আব্দুল্লাহ প্রায় বছর খানেক পূর্বে নিজ সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। এ নিয়ে একই গ্রামের তাজুল ইসলাম ও তার পরিবার বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে নানান ভাবে কুৎসা রটিয়ে আসছে।

ঘটনার দিন বাচ্চাদের দুষ্টামির অজুহাত নিয়ে আমেনা বেগমের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে তাজুল ইসলাম,তার ছেলে আলামিন,মাসুদ ও রাবেয়া বেগম তাদের গুরুতর মারধর করে হুমকি-ধমকি প্রদর্শন করে।

কচুয়া প্রতিনিধি