Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস ও জরিমানা
অবৈধ ড্রেজার

হাজীগঞ্জে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালি উত্তলনের অভিযোগে দুইটি ড্রেজার ধ্বংস ও এক লক্ষ টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

১৩ মে বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার উপজেলার ধড্ডা গ্রামে সরেজমিনে গিয়ে দুই ড্রেজার মালিককে ৫০ হাজার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ জরিমানা আদায় করেন। সেই সাথে ড্রেজারের পাইপ ও মিশিং নষ্ট করে দেন।

দণ্ডপ্রাপ্ত এই দুই ড্রেজার ব্যবসায়ী হলেন, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা বেপারী বাড়ীর হাজী আলী বেপারীর ছেলে কামাল হোসেন ও একই গ্রামের

কামাল হোসেন বেপারী, পিতাঃহাজী মো আলী, ধড্ডা
আ. রবের ছেলে কামরুল আহছান।

তাদের বিরুদ্ধে লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ যে, সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করে কৃষি জমি থেকে ক্ষমতার উপব্যবহার করে বালি উত্তলন করে আসছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,কৃষি জমি নষ্ট করে কাউকে মাটি উত্তলনের সুযোগ দেওয়া হবে না।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়,১৩ মে ২০২১