Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বাজারে পুলিশের অভিযানে দোকান ও পথচারীকে জরিমানা
হাজীগঞ্জ বাজারে পুলিশের অভিযানে দোকান ও পথচারীকে জরিমানা

হাজীগঞ্জ বাজারে পুলিশের অভিযানে দোকান ও পথচারীকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এসময় বেশকটি দোকান ও পথচারীকে বিভিন্ন ধারায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

১৪ মে বৃহস্পতিবার সকাল থেকে ওই বাজারে অভিযানে শুরু করে পুলিশ।

চাঁদপুরের জেলা প্রশাসন গত ১০ মে থেকে জেলার সব শপিংমল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি একমত পোষণ করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তা উপেক্ষা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে সংবাদে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন এবং আলমগীর হোসেন রনি বিভিন্ন মত দেন।

দোকানগুলোর সামনে একজন করে দাঁড়ানো, হাতে তালা। পুলিশ আসছে এমন খবরে সবাই পালাল। আসলে পুলিশ আসেনি। যখন বুঝল এটি মিথ্যা, তখনি আবার দোকানদাররা আবার দোকানের শাটারের এক সাইড টেনে ক্রেতা ডাকতে শুরু করে। এমন লুকোচুরি হাজীগঞ্জ বাজারের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এর পর বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ অভিযান শুরু করে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজিন নাহার বেশকটি দোকান ও পথচারীকে জরিমানার আওতায় এনেছেন। তাদের বিভিন্ন ধারায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, আমরা এখন থেকে নিয়মিত অভিযানে যাব। আশা করি এ অবস্থা অব্যাহত থাকবে।

এদিকে সকাল থেকে লোকজনের সমাগম থাকলেও ধীরে ধীরে তাদের উপস্থিতি কমে আসে। উপজেলার সব মার্কেট বন্ধ রয়েছে।

হাজীগঞ্জ করেসপন্ডেট,১৫ মে ২০২০