Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে রাস্তার পাশে গ্যাসলাইনে ছিদ্র : দুর্ঘটনার আশংকা
হাজীগঞ্জে রাস্তার পাশে গ্যাসলাইনে ছিদ্র : দুর্ঘটনার আশংকা
খুঁটির মাথায় ‘সাবধান গ্যাসের পাইপ ছিদ্র’ লিখে জনসাধারনকে সতর্ক করার চেস্টা

হাজীগঞ্জে রাস্তার পাশে গ্যাসলাইনে ছিদ্র : দুর্ঘটনার আশংকা

চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজের মূল গেইটের পাশে গত তিন দিন ধরে বাখ্যরাবাদ গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তদারকি না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে স্থানীয় পথচারী ও বাসিন্ধারা।

স্থানীয় ক’জন ব্যবসায়ী গ্যাস লাইনের চার পাশে লাল রংঙের কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে খুঁটির মাথায় ‘সাবধান গ্যাসের পাইপ ছিদ্র’ লিখে জনসাধারনকে সতর্ক করে রেখেছেন।

হাজীগঞ্জ মডেল কলেজ তথা স্টেশন রাস্তাটি দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের চলাচল। সড়কটির পাশ দিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানি মাটির তল দিয়ে পাইপ লাইন নেয়ার পর তেমন কোন তদারকি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানায়।

এছড়া বাখরাবাদ গ্যাসের পাইপ লাইন হাজীগঞ্জ বাজারের আরো কয়েকটি স্থানেও এ ধরনের ক্রটিমূলক লাইন লক্ষণীয়। গত কয়েকদিন পূর্বে আলীগঞ্জ ও টোরাগড় এলাকায়ও এমন চিত্র দেখা যায় যেখানে গ্যাসের লাইন সরাসরি মাটির উপর দিয়ে নেয়া হয়েছে। এতে বিভিন্ন যানবাহন কিংবা মানুষের চলাচলে কোন কারণে পাইপ লাইন ছিদ্র হলে বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তা তাজুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমাদের কিছু লাইনের পাইপ পুরানো হওয়ার কারণে ও সংযুক্ত স্থানের ওয়াসার নষ্ট হয়ে যাওয়া এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা সহসায় এগুলো মেরামতের কাজ ধরতেছি।’

পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি ইতিপূর্বে গ্যাস কর্তৃপক্ষের লোকদের সরেজমিনে এনে কয়েকটি বিপদজনক স্থান দেখিয়েছি। তারা কাজ করবে বলে আশ্বস্ত করে আর আসেনি।’

হাজীগঞ্জে রাস্তার পাশে গ্যাসলাইনে ছিদ্র : দুর্ঘটনার আশংকা

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ

Leave a Reply