Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে ৮ মাদকসেবীর কারাদন্ড

হাজীগঞ্জে ৮ মাদকসেবীর কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৭:৪৬ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৫, শনিবার

চাঁদপুরের হাজীগঞ্জে ৮ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম এ দন্ডাদেশ দেন।

৬ মাসের কারাদন্ডপ্রাপ্তরা হলেন হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল ভূঁইয়া বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে সফিকুল ইসলাম (৪০), উপজেলার নাসিরকোর্ট এলাকার আঃ ওহাব আলীর ছেলে আলমগীর (৪২), বাকিলা এলাকার খলাপাড়া গ্রামের খাঁন বাড়ির জাকির হোসেনের ছেলে আলি হোসেন (১৯), খলাপাড়া মুন্সী গাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে শাহ আলম গাজী ওরফে কুট্টি (১৮)।

১৫ দিনের কারাদন্ড প্রাপ্ত বলখাল এলাকার মুন্সী বাড়ির মৃত ফাজিল উদ্দিনের ছেলে খাঁজা আহম্মেদ (৪৬) এবং ৭ দিনের কারাদন্ডপ্রাপ্ত চাঁদপুর সদর উপজেলার বাখরপুর মজুমদার বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে জকির (৩০), হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের আলাউদ্দিনের ছেলে সৈকত (১৮)।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, শুক্রবার দিনগত রাতে উপ-পরিদর্শক আঃ মান্নান, সহকারী উপ-পরিদর্শক শরীফুল ইসলাম, ইব্রাহিম হোসেন পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এদেরকে মাদক সেবনের অপরাধে আটক করে। এদেরকে আজই কারাগারে পাঠানো হবে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫