Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা
দ্রব্যমূল্যের দাম বেশি

হাজীগঞ্জে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওই সময় ৪টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না এবং ভোক্তাদের কাছে বেশি মূল্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো মজিব স্টোর ১০ হাজার, পরান স্টোর ১০ হাজার, ইফরান স্টোর ৩ হাজার ও অনিক এন্টারপ্রাইজ ৫ হাজার টাকা।

করোনা অজুহাতে সংকট তৈরির দায়ে চাঁদপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন,‘সকলে মূল্য তালিকা দেখে পণ্য কিনতে হবে। ধার্য্যকৃত মূল্যের বেশি নিলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।’

স্পেশাল করেসপন্ডেট,১৯ মার্চ ২০২০