চাঁদপুরের হাজীগঞ্জে আনোয়ারা বেগম (৫০) বিষপানে মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দিকচাইল দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আলমগীর হোসেন রনি।
এস আই সঞ্জয় জানান, আনোয়ারা বেগম ঘরে থাকা বিষ পান করে। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা নেয়ার পথে এনায়েত পুর এলাকায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আনোয়ারা বেগম দীর্ঘ দিন থেকে মানসিক রোগে ভুগছিলেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৩১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur