Home / শীর্ষ সংবাদ / মতলবের ৩ শিশুর মরদেহ : যা বললেন ময়নাতদন্তকারী চিকিৎসক ও এসপি
Child-Death-Pic-2

মতলবের ৩ শিশুর মরদেহ : যা বললেন ময়নাতদন্তকারী চিকিৎসক ও এসপি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে হতে পারে বলে জানিয়েছেন লাশের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবলে।

তিনি বলেন, “ইমামের ওই কক্ষে ইউপিএসেরে ব্যাটারির কারণে বা অন্য কোনো কারণে অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

চাঁদপুরের মতলব উপজেলায় পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে শুক্রবার তিন শিশুর মৃত্যু হয়।

3-child-death-body

মসজিদের হুজরাখানায় পাওয়া ইমামপুত্রসহ ৩ শিশুর লাশ

মসজিদের ফ্যান, লাইট, মাইক চালানোর জন্য ব্যবহারের ইউপিএস ছিল ওই কক্ষে। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা ভাঙলে তাদের লাশ মেলে।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির শনিবার (৩১ আগস্ট) সাংবাদিকদের বলেন, “আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনো কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনো কেমিক্যাল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটি আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের এমন একটি প্রাথমিক ধারণা দিয়ে গেছে।”

৩ শিশুর মৃত্যুর ঘটনায় জেলা ও থানা পুলিশ কাজ করছে। এছাড়া পিবিআই, সিআইডি, কেমিক্যাল এনালাইসিস টিম কাজ করছে। লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করেছি। আমাদের সংশ্লিষ্ট সার্কেল আহসান হাবিব একজন ফরেনসিক এক্সপার্ট। সেও কাজ করছে। তাদের শরীরের কোথায়ও কোন আচড়ের দাগ নেই।

ঢাকা থেকে সিআইডির অপরাধ তদন্ত দল ও ফরেনসিক টিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “তারা ঢাকায় গিয়ে সেগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেবেন। সেই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা যাবে, এটি কি হত্যা না অন্যকিছু।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ জানান, তিন ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় সিআইডি পুলিশের দুই টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদের মধ্যে পরিদর্শক মুর্তজা কবিরের নেতৃত্বে ক্রাইম এ্যানালাইসিস টিম ও পরীক্ষক পিন্টু পোদ্দারের নেতৃত্বে ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা কিছু আলামত জব্দ করেছে। তারা আমাদের কিছু পরামর্শ দিয়ে গেছেন, সে অনুযায়ী আমরা কাজ করছি।

এদিকে শিশু আব্দুল্লা আল নোমানকে তার গ্রামের বাড়ি বরগুনা জেলায় দাফন করা হবে বলে জানিয়েছে তার স্বজনরা। এছাড়া রিফাত ও ইব্রাহিমকে মতলক্ষ দক্ষিণ উপজেলায় নিজ নিজ বাড়িতে দাফন করা হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মতলবের পূর্ব কলাদি জামে ইমাম জামাল উদ্দিনের কক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮), মতলবের ভাঙরপাড় মাদ্রাসার নূরানি তৃতীয় শ্রেণীর ছাত্র মতলবের কাশিমপুর এলাকার মো. ইব্রাহিম পাটওয়ারী (১২) এবং মতলবের উত্তর নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র মো. রিফাত প্রধানিয়ার (১৫) মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৩১ আগ্সট ২০১৯