Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন
পুলিশের

হাইমচর পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন

দেশে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় মাস্ক পরাসহ করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করতে পুলিশ হেড কোয়াটার্স এর ঘোষনা অনুযায়ী দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ।

চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে আজ রোববার সকাল ৯টায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবু রহমান মোল্লাহ।

হইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ এর নেতৃত্বে হাইমচর উপজেলার তেলির মোড় এলাকায় ১নং গাজিপুর বিট পুলিশিং সদস্য এবং মাস্ক বিহীন পথচারীদের মাঝে বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমে ১নং গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, হাইমচর থানার এসআই আজাদ,এ এসআই হেলালসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং বিট পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ বলেন, পুলিশ হেড কোয়াটার কর্তৃক বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির ঘোষনা করা হয়েছে। কর্মসূচির মূল লক্ষ হচ্ছে আমরা যাতে কোভিড আক্রান্ত না হই। সে লক্ষে মাক্স বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা মাক্স বিতরণ করেছি। আমার আশা করবো এ মাক্সের গুরুত্ব আপনারা বুঝবেন। মাক্স পড়ে আপনারা হাটে বাজারে যাবেন। নিজেরা নিরাপদ থাকবেন পরিবারকে নিরাপদ রাখবেন।

বাংলাদেশের ৬৬০টি থানাসহ একযুগে চাঁদপুরের ৮টি থানায়ও এ কার্যক্রম চলছে। প্রত্যেকটি বিট পুলিশিং এ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচি বিরামহীন চলবে। আজ গজিপুর ইউনিয়ন বিটে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুধু গাজিপুরে নয় আমার প্রতিটি ইউনিয়নের বিটে এ কার্যক্রন শুরু করবো। এ কার্যক্রমের মাধ্যমে আপনারা সচেতন হয়ে নিজের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে নিরাপদ থাকবেন।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,২১ মার্চ ২০২১