Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ড. সেলিম মাহমুদের
মা শাহজাদী বেগমের সাথে সন্তানরা

কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০ মার্চ শনিবার শাহজাদী বেগম রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন… কচুয়ায় ড.সেলিম মাহমুদের মাতৃবিয়োগ

২১ মার্চ রোববার শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বার্তায় এ কথা জানানো হয়।

২১ মার্চ রোববার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ করেসপন্ডেট,২১ মার্চ ২০২১