হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের গাজী বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র জেরে আব্দুল মতিন গাজীর মেয়ে লিলুফা বেগম ঘাতকের অস্ত্রের আঘাতে ঘটনার ২৫ দিন পর প্রাণ হারালো।
নিহত লিলুফার পরিবার আধো জানেন না তাদের মেয়ের হত্যার বিচার হবে কি?। অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় এলাকায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। ঘটনার মাস অতিক্রম হলো লিলুফা হত্যার বিচার না পেয়ে তাদের পরিবার মাঝে আতংক বিরাজ করছে।
লিলুফা হত্যার দাবিতে গ্রাম বাসি মানববন্ধনসহ হত্যার বিচার দাবি করে।
মামলা সুত্রে জানা যায় গত ৩ মে হাইমচর উপজেলা ভিঙ্গুলিয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধে আব্দুল মতিন গাজী উপর দেশিও অস্ত্র সস্ত্র দিয়ে ওই এলাকার ফয়েজ বক্স গাজী সহ তার ছেলেরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালালে ৭জন গুরুতর আহত ।
আহতদের মধ্যে এখন পর্যান্ত চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।চিকিৎসা অবস্থায় গত ২৮ মে চাঁদপুর হাসপাতালে লিলুফা বেগম নিহত হন। ঘটনায় মোঃ নাছির গাজী হাইমচর থানায় ফয়েজ বক্স গাজী ছেলে জহির গাজী, রাজ্জাক গাজী, নাজমুল গাজী, নুরুল ইসলাম গাজীর ছেলে আরিফ গাজী, নুর বক্স গাজীর ছেলে পিচ্চি মাসুদ, সালেহ আহম্মদ গাজী, মৃত জালাল গাজীর ছেলে নুরুল ইসলাম গাজীর বিরুধ্যে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫।
এ ব্যপারে বাদি মোঃ নাছির গাজী চাঁদপুর টাইমসকে জানান, ‘আমার বোনকে কুপিয়ে হত্যা করে। আমি মামলার বাদি হওয়ায় এলাকার প্রভাবশালি জহির গাজী বিভিন্ন ভাবে মারবার হুমকি দিতেছে এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দুমকি দিচ্ছে।‘
স্থানীয়দের দাবি লিলুফা হত্যার আসামিদের বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
প্রতিবেদক- বিএম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur