Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিএনপির ৫৪ নেতাকর্মী জেল হাজতে
karaghar-chandpur
চাঁদপুর জেলা কারাগার (ফাইল ছবি)

হাইমচরে বিএনপির ৫৪ নেতাকর্মী জেল হাজতে

গত ৮ ফেব্রæয়ারি হাইমচরে পুলিশের দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপি জামাত যুবদল ছাত্রদলের ২৩ নেতা কর্মীকে আজ হাজিরা দিতে গেলে জেল হাজতে পাঠিয়েছে চাঁদপুর জেলা জজ আদালত।

অস্ত্র ও বিস্পোরক মামলায় হাজিরা দিতে গেলে ১মদিন ২৭মার্চ ১২জন, ২৮ মার্চ ১৯জন আজ ২৯ মার্চ ২৩জন সহ ৩দিনে মোট ৫৪ জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

এ মামলায় গতকাল২৯ মার্চ বৃহস্পতিবার হাজির হওয়া ৩১জনের মধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনসহ ২৩জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। হাজির হওয়াদের মধ্যে উপজেলা জামাত সভাপতি মাওঃ আঃ হক, সাধারন সম্পাদক একে এম ওয়ালি উল্লা, উপজেলা ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক এমএ মান্নান , বর্তমান সভাপতি মোঃ সোলাইমান মিয়াসহ ৮জন জামিন লাভ করেছেন।

গত ২৭ মার্চ চাঁদপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এর আদালতে হাজির হলে আদালত উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টারসহ বিএনপি জামাত ১২ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরন করেন।

২৮ মার্চ একই আদালতে বিএনপি জামাত নেতা কর্মীদের একাংশ সাবেক ইউপি চেয়ারম্যান হাজী ইয়াছিন রতনসহ ২১জন হাজির হলে তাদের মধ্যে ১৯জনকে জেল হাজাতে প্রেরন করে আদালত।

জিয়া এতিম খানার নামে বরাদ্ধকৃত অর্থ আতœসাৎ মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ৮ ফেব্রæয়ারি হাইমচর বিএনপি অঙ্গ সংগঠনের সাথে পুলিশের সংঘর্ষের অভিযোগে অস্ত্র ও বিস্পোরক আইনে হাইমচর থানা পুলিশের দায়েরকৃত মামলায় হাজির হতে গেলে তিন দিনে মোট ৫৪জন নেতা কর্মীদের জেল হাজতে প্রেরণ করেন আদালত।

প্রতিবেদক- বিএম ইসমাইল