Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বাল্যবিয়ে যৌতুক, মাদক ও আর্সেনিক নিরসন শীর্ষক সেমিনার
NGO seminar

হাইমচরে বাল্যবিয়ে যৌতুক, মাদক ও আর্সেনিক নিরসন শীর্ষক সেমিনার

চাঁদপুরের হাইমচরে এনজিও ফেডারেশন কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, মাদক, আর্সেনিক দুষণ নিরসন চ্যালেঞ্জ করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টায় হাইমচর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান।

চাঁদপুর জেলা এনজিও ফেডারেশন সভাপতি মোঃ রেজ্জাকুল হায়দার খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, ‘মানুষ যখন পশু হয় তখন বাল্য বিবাহ, ইভটিজিং যৌতুকের ন্যায় কাজ করে থাকে। মানুষের মত মানুষ হতে হলে তার মধ্যে মানুষের আচরণ থাকতে হবে। উন্নত দেশের মানুষ হতে হলে উন্নত মনের মানুষ হতে হবে। তাহলেই দেশ বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশ হতে হলে আমাদেরকে মেধাবী সন্তান জন্ম দিতে হবে। বাল্য বিবাহের কারনে একটি মা’ অপুষ্টিহীন সন্তান জন্ম দেয়। সেই অপুষ্টি সন্তান দিয়ে দেশের কোন উন্নয়নের কাজে আসে না। কোন সন্তান জন্মগতভাবে মাদক সেবনকারী হিসেবে পৃথিবীতে আসে না। সহপাঠিদের সহায়তায় মাদকে আসক্ত হয়।

হাইমচর মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক মরিয়ম শাহরিয়ারের পাচিলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা, শিক্ষকদের পক্ষে সহকারী অথ্যাপক মোঃ মোকলছুর রহমান মুকুল, হাইমচর থানা এসআই মোঃ শফিকুল আলম, হাইমচর শাপলা যুব সংঘর প্রতিষ্ঠাতা সভাপতি ও হাইমচর এনজিও ফেডারেশন সভাপতি আলী আহমেদ দেওয়ান, শহীদ কাইয়ূম পাঠাগারের সাধারন সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার প্রমুখ।

সেমিনারে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সুধী সমাজ. শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিএম ইসমাইল