হাইমচর

হাইমচর মহাবিদ্যালয়ে পাসের হার ৭০.৪৯ ভাগ এ প্লাস ৬

চাঁদপুরের হাইমচরে একমাত্র কলেজ হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে এইচ এসসিতে পাশের হার ৭০.৪৯%, এ প্লাস পেয়েছেন ৬ শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরিক্ষায় ৮৫.৯৭ ভাগ।

এইচএসসি পরীক্ষায় হাইমচর সরকারি কলেজের ৪ বিভাগে মোট ৫৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করে ৩৮০ জন।

এদের মধ্যে বিজ্ঞান শাখায় ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০ জন এ প্লাস ৩, বিএম শাখা থেকে ৫৮জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৩৬জন এ প্লাস ৩, মানবিক বিভাগ থেকে ২৬৭জন শিক্ষার্থীদের মধ্যে ১৬৭জন পাস করে, ব্যবসা শাখা থেকে ২০৩ জন শিক্ষার্থীদের মধ্যে ১৫৭ জন পাস করে।

মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরিক্ষায় কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসায় ২১ শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ১৫ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৭১.৪৩%।

আলগী বাজার আলিম মাদরাসা ৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৩২ পরীক্ষার্থী পাস করেন, পাসের হার ৮৬.৪৯%।

গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসায় ১১ পরীক্ষার্থীর মধ্যে ১১ জনই পাস করে, পাশের হার শতভাগ।

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর
Share