চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে হাইমচর উপজেলার ১নং বাজাপ্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে উঠান বৈঠক শনিবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহম্মদ ভূঞা, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্য বলেন,”বাল্যবিবাহ,যৌতুক, মাদক নির্মূলে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি শিশুকে শতভাগ স্কুলগামী করার জন্য উপস্থিত অভিভাবকদের কে অহবান জানান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,স্কুল কমিটির সদস্য,অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকের পরে এক মনোজ্ঞ লোকসংগীত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur