Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জেনেটরের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Biddot shok

হাইমচরে জেনেটরের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে জেনেটরের বিদ্যুৎ স্পৃষ্টে সোমবার (১৯ জুন) রাতে যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা হানিফ পেদার ছেলে মনির হোসেন(৩৫)।

নিহতের বড় ভাই লোকমান পেদা বাদী হয়ে হাইমচর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানের বোরজের সাথে থাকা জিআই তার জেনেটরে বিদ্যুতায়িত হয়ে যায়। মনির রাতে মাছ শিকারের জন্য বের হলে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই লোকমান অভিযোগ করেন, ‘জেনেটরের ব্যবসায়ী হাসান গাজী চরভাঙ্গা গ্রামের প্রায় ৭টি বোরজের জিআই তারের সাথে জেনেটরের লাইন সংযোগ দিয়েছে। যার ফলে আমার ভাই পানের বোরজের পাশ দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত জেনেটরের মালিক হাসান গাজী পলাতক রয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনকারী মনিরের মৃত্যুতে তার দু’সন্তান ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন।

এ ব্যাপারে হাইমচর অফিসার ইনচার্জ রনোজিত রায় চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্ত জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ পিএম, ২০ জুন ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply