Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : ২৫ দিন পর নিলুফার মৃত্যু
nihoto nar

হাইমচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : ২৫ দিন পর নিলুফার মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের গাজী বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের কেন্দের জেরে ২৫ দিন পর প্রান হারালো আঃ মতিন গাজী মেয়ে নিলুফা বেগম(৪৫)।

সোমবার (২৮ মে) হাইমচর ভিঙ্গুলিয়া গ্রামে নিলুফা বেগম চাঁদপুর সদর হাসপাতালে মারা যায়। নিলুফাকে ময়নাতদন্ত শেষে তাদের পারিবারিক কবরস্থ দাফন করা হয়।

জানা যায় গত ৩ মে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ করে সংঘর্ষে ৮ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করলে ২৫ দিন পর ১ জন নিহত হয়।

বাকী ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা বিক্ষোভ

গত ৬ মে নিলুফা ভাই নাছির গাজী বাদী হয়ে সিআর মামলা জহির গাজী, জামাল গাজী, নাজমুল গাজী, ফয়েজ গাজী, পিচ্চি মাসুদ, আরিফ, দায়ের করেন। যার মামলা নং৩৪/২০১৮

প্রতিবেদক- বিএম ইসমাইল

Leave a Reply