হাইমচর

হাইমচরে কাব স্কাউট ইউনিট লিডার প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় ২৬৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন বলেন, শিক্ষকরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে তাদের মেধা শক্তি খরচ করে আসছে। তাদের অকৃত্রিম ভালবাসায় জাতি মেধাবী হয়ে উঠে।

২৭ জানুযারি বুধবার হাইমচর উপজেলার পূর্বচরকৃঞ্চপুর সপ্রাবি হলরুমে অলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও কাব স্কাউটস সভাপতি চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও নিশেষ নারায়ণের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন বেগম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ আহম্মদ, কাব কমিশনার শেখ আবু জাফর, ট্রিম লিডার মাসুদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সিদ্দিকুর রহমান প্রমূখ।

প্রতিবেদক:মো.ইসমাঈল,২৭ জানুয়ারি ২০২১

Share