হাইমচরে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
হাইমচর থানা সূত্রে জানাজায়, সোমবার হাইমচর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, এর নির্দেশক্রমে এসআই মোঃ আব্দুল মান্নান, এস আই সঞ্জিত কুমার রায়, এ এসআই গোলাম খালেক,এএস আই মোবারক হোসন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর ২৬/১৬ এর ওয়ারেন্টভুক্ত ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নীলকমল ইউনিয়নের মিয়ার বাজার এলাকার বসু বকাউলের ছেলে মাহবুব বকাউল।
৭৫/ ১৮ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উত্তর আলগী ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামের আব্দুর রহিম বেপারীর ছেলে সাদ্দাম বেপারী,আলমগীর তহবিলদারের ছেলে সিয়মাম তহবিলদার ও কমলাপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সুলতানা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, হাইমচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ৪ আসামিকে আটক করেছি। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদকঃমোঃ ইসমাইল,২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur