Home / আবহাওয়া / তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস তিন জেলায়
Weather

তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস তিন জেলায়

প্রচণ্ড শীত ও ঠান্ডায় কাতর সমগ্র দেশবাসী। এ অবস্থায় তিন জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার ১ ফেব্রুয়ারি রাতে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো- নীলফামারী,চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার।

আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় আজ মঙ্গলবার ২ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এছাড়া নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের অন্যত্র ও সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা,ফেনী,সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকায় উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

এদিকে শৈত্যপ্রবাহের কিছুটা উন্নতির আভাসও রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার নাগাদ রাত এবং দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থাও সামান্য পরিবর্তন হতে পারে।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। এক্ষেত্রে দৃষ্টিসীমা হ্রাস পেয়ে চার মিটার বা কোথাও কোথাও তারও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার ১ ফেব্রুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া ডেস্ক , ২ ফেব্রুয়ারি ২০২১
এজি