Home / লাইফস্টাইল / যেসব সবজিতে রয়েছে প্রোটিনের উৎস
vegetable bazar

যেসব সবজিতে রয়েছে প্রোটিনের উৎস

শীতকাল হলো সবজির মৌসুম। এমন অনেক সবজি আছে যা প্রোটিনের চাহিদা পূরণ করে। যে খাবার থেকে ২ গ্রাম বা তার বেশি প্রোটিন পাওয়া যায় তাই হলো প্রোটিনের অন্যতম উৎস। এমন ১০টি সবজির নাম জেনে নেওয়া যাক যেখানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে।

বেকড আলু:

একটি মিডিয়াম সাইজের বেকড আলুতে ৩ গ্রাম প্রোটিন,ভিটামিন সি,পটাশিয়াম ও ফাইবার রয়েছে।

ব্রকলি:

ব্রকলিতে ৩ গ্রাম প্রোটিন ও ২ গ্রাম ফাইবার রয়েছে। শরীরকে সুস্থ রাখতে ব্রকলি অনেক উপকারী।

ফুলকপি:

সবচেয়ে বেশি যে সবজি থেকে প্রোটিন পাওয়া যায় তা হলো ফুলকপি। ১০০ গ্রাম ফুলকপিতে ৫০ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম ও আয়রনের অন্যতম উৎস ফুলকপি।

মাশরুম:

১০০ গ্রাম মাশরুমে ৪ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা পালন করে।

পালং শাক:

পালং শাকে প্রচুর পরিমাণে প্রোটিন,ভিটামিন সি,ফলিক এসিড এবং ভিটামিন বি রয়েছে। ১০০ গ্রাম পালং শাকে ভিটামিনের পরিমাণ ২.৯ গ্রাম।

ভুট্টা:

সুইট কর্ন সবারই অনেক পচ্ছন্দের। ১০০ গ্রাম সুইট কর্নে ৩.২ গ্রাম প্রোটিন রয়েছে এবং সেই সাথে রয়েছে ফাইবার।

মটরশুটি:

হাফ কাপ মটরশুটিতে ৪ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া ভিটামিন এ , ফাইবার আর পটাশিয়াম রয়েছে। আপনি আপনার সালাদ বা সবজিতে মটরশুটি ব্যবহার করতে পারেন।

বাঁধাকপি:

এক কাপ বাঁধাকপিতে ৫.৬৪ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি আপনার সবজি বা সালাদে বাঁধাকপি ব্যবহার করতে পারেন।

অ্যাসপারাগাস:

এক কাপ সিদ্ধ অ্যাসপারাগাসে ৪.৩২ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি স্টিম করে বা গ্রিল করে অ্যাসপারাগাস খেতে পারেন।

অ্যাভোকাডো:

অ্যাভোকাডোর উপকারিতা আমাদের কারোর অজানা নয়। একটি মাঝারি সাইজের অ্যাভোকাডোতে ৪.২ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি আপনার সালাদ বা সবজিতে অ্যাভোকাডো যোগ করতে পারেন।

বার্তাকক্ষ,০২ ফেব্রুয়ারি, ২০২১;