Home / চাঁদপুর / ‘হাইমচরে ইশানবালা চর এলাকায় আশ্রয়ন প্রকল্প করা হবে’
হাইমচরে ইশানবালা চর এলাকায় আশ্রয়ন প্রকল্প করা হবে

‘হাইমচরে ইশানবালা চর এলাকায় আশ্রয়ন প্রকল্প করা হবে’

চাঁদপুর জেলা কর্ণধার, ই জি পি পি, কৃষি ঋণ, আশ্রয়ন/গুচ্ছগ্রাম বাস্তবায়ন, মহিলা উন্নয়ন সমন্বয় কমিটি, খাস জমি বন্দোবস্ত বাস্তবায়ন টাস্ক ফোর্স, ভূ-সম্পত্তি জবর দখল প্রতিকার সংক্রান্ত সভা ও রাজস্ব সম্মেলন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টা থেকে পর্যায়ক্রমে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সভাগুলো অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান কৃষি ঋণ সম্পর্কে বলেন, কৃষকরা দেশ উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কৃষকরা যেন সঠিকভাবে ঋণ পায় সে জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও সকলকে এগিয়ে আসতে হবে।

আশ্রয়ন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, হাইমচরে ইশানবালা চর এলাকায় আশ্রয়ন প্রকল্প করা হবে। জেলার প্রকল্পগুলোর সমস্যাগুলো সমাধানের জন্য যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। গুচ্ছগ্রাম বা আশ্রায়ন প্রকল্প এলাকায় স্বাস্থ্য সম্মত স্যনিটেশন ব্যবহার করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহিলা উন্নয়ন সমন্বয় কমিটি সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দেশের নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বাংলাদেশে বর্তমানে পুরুষের গড় আয়ু ৬৯। আর মহিলাদের ৭১। এখানেও মহিলারা এগিয়ে রয়েছে। তাই দেশের উন্নয়নে মহিলাদেরকেও ভূমিকা রাখতে হবে।

রাজস্ব সম্পর্কে মুহাম্মদ লুৎফর রহমান বলেন, সরকারি খাতে রাজস্ব বৃদ্ধিতে প্রত্যেক হাট-বাজারে ভূমির খাজনা আদায়ে ক্যাম্প তৈরি করতে হবে। জনসচেতনতার প্রয়োজনে মাইকিং করতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ সাদীদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ আলম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারোয়ার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করিম, ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা ভূমি কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, কচুয়া উপজেলা ভূমি কর্মকর্তা পুলক কুমার মন্ডল, হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ওলিউজ্জামান, শাহরাস্তি উপজেলা ভূমি কর্মকর্তা জেছমিন আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৩:০০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ