Home / সারাদেশ / হরিপুরে অগ্নিকাণ্ডে ৩২ বসতঘর পুড়ে ছাই
agun00
প্রতীকী ছবি

হরিপুরে অগ্নিকাণ্ডে ৩২ বসতঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামে সোমবার সকাল সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডে ৩২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ২লক্ষ নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামালের ক্ষয়খতি হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম প্রধান চাঁদপুর টাইমসকে জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে ভাতুরিয়া গ্রামের মৃত নঈমুদ্দিনের পুত্র মুসলেম উদ্দীনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুসলেম উদ্দীনরে ৪টিসহ পাশ্ববর্তী মকিমউদ্দীনের ৪টি, জয়নুদ্দিনের ৪টি, সাহেরুলের ৩টি, আসরাফের ৪টি, দুলালের ৩টি, আঃ সামাদের ৪টি, ফারুকের ৩টি, আবুল কাসেমের ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সে সাথে আশেপাশের ৩টি পরিবারে ৯টি ঘর অগ্নিকান্ডের কবল থেকে বাঁচাতে ঘরের চালা ও মালামাল সরাতে গিয়ে ঐ তিনটি পরিবারের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়খতি হয়েছে। সকাল ১০টায় পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা করেনি। বর্তমানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো শিশু সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছিল।

কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট