Home / চাঁদপুর / চাঁদপুর মোহনা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুর মোহনা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর মোহনা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকাল ৩টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক সুলতান মাহমুদুল হাসান-এর সভাপত্বিত্তে সহকারি-পরিচালক আব্দুল মাজেদ শবির-এর ব্যবস্থাপনায়, সহকারি-পরিচালক ফরহাদ আলম-এর পরিচালনায় ১৯৭১ সনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোষ্ঠী‘র ভাইস-চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোষ্ঠী‘র সাবেক পরিচালক মুহাম্মদ হোসাইন ও অধ্যাপক মুজাম্মেল হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭১ সনের মহান মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস আজকের শিশুদের কাছে তুলে ধরতে হবে এর পাশাপাশি সুস্থ সাংস্কৃতির নান্দনিত বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে আমাদের অভিভাবকদের অধিক সচেতন হতে হবে। আজ স্বাধীনতার অনেক বছর পার করলেও জাতি পায়নি তাদের কাংখিত স্বাধীনতা। এর কারণ আমরা আজও তৈরী করতে সক্ষম হইনি সৎ আদর্শ ও চরিত্রবান মানুষ। যে মানুষ গুলোর দ্বারা সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। সুন্দর একটি দেশ গড়ার প্রত্যেয়েই একাত্তরের মুক্তিযোদ্ধারা তাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করে ছিল। আমরা যদি আজকের শিশুদের ভালো মানুষ রূপে গড়ে তুলতে ব্যর্থ হই তবে তাদের দ্বারা জাতির কল্যাণের চেয়ে অকল্যাণেই সাধিত হবে বেশি।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগীত বিভাগের পরিচালক আল-আমিন, শিশু বিভাগের পরিচালক শামিমুল বারি, থিয়েটার বিভাগের পরিচালক তাসনিমুল হাসান, আবৃত্তি বিভাগের পরিচালক নাঈমুল হাসান ইফতি, সহকারি আসাদুল্লাহিল গালিব প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ০৫:০০ এএম, ২৭ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ